ঢাকা, শুক্রবার, ৭ ভাদ্র ১৪৩২, ২২ আগস্ট ২০২৫, ২৭ সফর ১৪৪৭

জাতীয়

নেশাজাতীয় দ্রব্য খাইয়ে অটোরিকশা ছিনতাইকালে আটক ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:৪৩, সেপ্টেম্বর ১২, ২০১৮
নেশাজাতীয় দ্রব্য খাইয়ে অটোরিকশা ছিনতাইকালে আটক ১

মাদারীপুর: মাদারীপুর জেলার শিবচর উপজেলায় চালককে নেশা জাতীয় দ্রব্য খাইয়ে অটোরিকশা (থ্রি হুইলার) ছিনতাই করার সময় সজিব মোড়ল (২৪) নামে এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।

মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে পৌর বাজারে এ ঘটনা ঘটে।

জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শিবচর পৌর এলাকার সড়ক ৭১ এ জিসান নামের এক যুবকের ব্যাটারিচালিত অটোরিকশায় যাত্রীর ছদ্মবেশে ওঠে এক যুবক।

পরে চালককে নেশা জাতীয় দ্রব্য খাইয়ে অচেতন করে অটোরিকশা নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে যাত্রীবেশী ওই ছিনতাইকারী।

এসময় স্থানীয় স্কয়ার ডায়াগনস্টিক সেন্টারে কর্মরত হৃদয় হোসেনসহ কর্মচারীরা বিষয়টি বুঝতে পেরে ওই ব্যক্তিকে আটক করে পুলিশে খবর দেয়।

এদিকে অচেতন অটোরিকশা চালককে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় স্থানীয়রা।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, অটোরিকশা চালককে অচেতন করে অটোরিকশাটি ছিনতাইয়ের চেষ্টাকালে সজীব মোড়ল নামে যুবককে আটক করা হয়। সে উমেদপুর এলাকার ছদোর আলী মোড়লের ছেলে।

বাংলাদেশ সময়: ২১৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।