ঢাকা, বুধবার, ১৯ ভাদ্র ১৪৩২, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১০ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

কাঁঠালিয়ায় পানিতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:১২, এপ্রিল ১৫, ২০১৮
কাঁঠালিয়ায় পানিতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

ঝালকাঠি: ঝালকাঠির কাঁঠালিয়ায় পানিতে ডুবে আবু রায়হান (১৪) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

রায়হান পশ্চিম ছিটকী আকনেরহাট গ্রামের মো. বাদল হাওলাদারের ছেলে ও কাঁঠালিয়া প্রতিবন্ধী বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র ছিলো।

রোববার (১৫ এপ্রিল) দুপুরে উপজেলার আকনেরহাট গ্রামে একটি খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পরিবারের সদস্যদের বরাত কাঁঠালিয়ার আওরাবুনিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মো. কামরুজ্জামান নকীব বাংলানিউজকে জানান, বেলা ১১ টার দিকে আবু রায়হান বাড়ির পাশের একটি খালে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়। অনেক খোজাখুজির করে দুপুরে খাল থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।  

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৮
এমএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।