ঢাকা, বুধবার, ১৯ ভাদ্র ১৪৩২, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১০ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

গাজীপুরে দুর্ঘটনার পর ট্রেন চলাচল স্বাভাবিক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৫০, এপ্রিল ১৫, ২০১৮
গাজীপুরে দুর্ঘটনার পর ট্রেন চলাচল স্বাভাবিক

গাজীপুর: গাজীপুরের টঙ্গীর নতুনবাজার এলাকায় ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার পর উত্তরবঙ্গের সঙ্গে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

রোববার (১৫ এপ্রিল) জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার মো. শাহজাহান মিয়া বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, টঙ্গীতে ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার পর থেকে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

পরে উদ্ধারকারী দল ওই ট্রেনটি উদ্ধার করে লাইন থেকে সরিয়ে নিলে বিকেল ৫টা থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এ ঘটনার পর হাওড় এক্সপ্রেসের একটি ট্রেন জয়দেবপুর স্টেশনে আটকা পড়ে।  

টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আতিকুর রহমান বাংলানিউজকে জানান, জামালপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেন টঙ্গীর নতুনবাজার এলাকায় পৌঁছালে পেছনের ৫টি বগি লাইনচ্যুত হয়। এ সময় ঘটনাস্থলেই ৩জন এবং হাসপাতালে নেওয়ার পথে আরও ১ জনসহ ৪ জনের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয় কমপক্ষে ২০ জন।  

বাংলাদেশ সময়: ১৭৪৬ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৮
আরএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।