ঢাকা, বুধবার, ১৯ ভাদ্র ১৪৩২, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১০ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

গোবিন্দগঞ্জে শিক্ষকের ওপর হামলাকারী গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৩৩, এপ্রিল ১৫, ২০১৮
গোবিন্দগঞ্জে শিক্ষকের ওপর হামলাকারী গ্রেফতার আটক যুবক

গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় শিক্ষকের ওপর হামলাকারী যুবক আবু তাহেরকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। আবু তাহের উপজেলার শালমারা ইউনিয়নের শাখাহাতি বালুয়া গ্রামের আব্দুর রউফের ছেলে।

জানা গেছে, গত বছর শালমারা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির এক ছাত্রীকে বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে উত্ত্যক্ত করেন আবু তাহের। পরে এর প্রতিবাদ করায় ওই বিদ্যালয়ের শিক্ষক ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলামকে এলোপাথারি কুপিয়ে জখম করেন আবু তাহের।

এ ঘটনায় গোবিন্দগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলার এক বছর পর তাহেরকে গ্রেফতার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৩১ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।