রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। আবু তাহের উপজেলার শালমারা ইউনিয়নের শাখাহাতি বালুয়া গ্রামের আব্দুর রউফের ছেলে।
জানা গেছে, গত বছর শালমারা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির এক ছাত্রীকে বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে উত্ত্যক্ত করেন আবু তাহের। পরে এর প্রতিবাদ করায় ওই বিদ্যালয়ের শিক্ষক ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলামকে এলোপাথারি কুপিয়ে জখম করেন আবু তাহের।
এ ঘটনায় গোবিন্দগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলার এক বছর পর তাহেরকে গ্রেফতার করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭৩১ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৮
টিএ