রোববার (১৫ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে এসব সামগ্রী হস্তান্তর করেন দিঘাপতিয়া রাজা প্রসন্ননাথ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলিমুদ্দিন।
এসব সামগ্রী গ্রহণ করেন নাটোর-২ (সদর ও নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম শিমুল।
সামগ্রীগুলোর মধ্যে রয়েছে বইয়ের মতো করে তৈরি ১০ কেজি ওজনের ভিক্টোরিয়া এটলাস (বৃটিশদের তৈরি আন্তর্জাতিক মানচিত্র), স্বর্ণের প্রলেপ দেয়া বই 'বানিয়ানের আত্মজীবনী, একটি ঘড়ি, রাজার কলিংবেল ও দিঘাপতিয়া রাজপরিবারের সর্বশেষ বংশধর প্রভাত কুমার রায়ের ছবি।
এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শাহিনা খাতুন, সিভিল সার্জন ডা. আজিজুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. গোলাম রাব্বী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রাজ্জাকুল ইসলাম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, সিংড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেসমিন আক্তার বানু, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ রফিকুল ইসলাম, জেলা শিক্ষা কর্মকর্তা রমজান আলী আকন্দ, জেলা আওয়ামী লীগ যুগ্ম সম্পাদক সৈয়দ মর্তুজা আলী বাবলু প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৭১৩ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৮
এসআই