রোববার (১৫ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় এক আদেশে বিসিএস সপ্তম ব্যাচের এই কর্মকর্তাকে সচিব পদে পদোন্নতির পর বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়।
গত ১১ এপ্রিল প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক কে এম আলী আজমকে ঢাকা বিভাগীয় কমিশনার নিয়োগ দেয় সরকার।
তবে ওই পদে দায়িত্বরত বজলুল করিমকে ওইদিন অন্য কোথাও পদায়ন করা হয়নি।
সচিব পদে পদোন্নতি দেওয়া হলেও বিকেল পর্যন্ত বজলুলকে পদায়ন করা হয়নি।
রাজবাড়ী সদরের ধুনচি গ্রামের বজলুল করিম ১৯৮৮ সালের ১৫ ফেব্রুয়ারি সরকারি চাকরিতে যোগ দেন।
বাংলাদেশ সময়: ১৭১২ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৮
এমআইএইচ/এএ