ঢাকা, বুধবার, ১৯ ভাদ্র ১৪৩২, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১০ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

করিমগঞ্জে স্কুলছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৪৪, এপ্রিল ১৫, ২০১৮
করিমগঞ্জে স্কুলছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় সালমান শাহ (১৬) নামে এক স্কুলছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৫ এপ্রিল) সকালে উপজেলার হাইধনখালি গ্রামের একটি পুকুর পাড়ের জাম্বুরা গাছ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সালমান শাহ (১৬) উপজেলার হাইধনখালি গ্রামের মৃত ফজলুল হকের ছেলে এবং শামসুন্নাহার-ওসমান গণি শিক্ষা নিকেতনের দশম শ্রেণির ছাত্র।

 

স্থানীয়রা জানান, শনিবার (১৪ এপ্রিল) রাতে খাওয়া-দাওয়া শেষে সালমান শাহ ঘর থেকে বের হয়ে যায়। রোববার (১৫ এপ্রিল) সকালে বাড়ির পাশের পুকুর পাড়ে একটি জাম্বুরা গাছের ডালে তাকে ঝুলতে দেখে বাড়ির লোকজন থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

নিহতের পরিবারের বরাত দিয়ে করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজিবুর রহমান বাংলানিউজকে বলেন, সালমান শাহ মানসিক ভারসাম্যহীন ছিল, দীর্ঘদিন ধরে তার চিকিৎসা চলছিল।

এ ব্যাপারে করিমগঞ্জ থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে বলেও তিনি জানান।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।