রোববার (১৫ এপ্রিল) সকালে উপজেলার পশ্চিম ছাপরহাটী (হাজী পাড়া) গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত মিনা বেগম ওই গ্রামের মৃত বক্তার আলীর স্ত্রী।
স্থানীয়রা জানান, সকালে ক্ষেতে পানি নিতে যায় মিনা বেগম। এসময় ইঞ্জিন চালিত সেচ পাম্পের শ্যালো মেশিনে ডিজেল ঢালতে গেলে শাড়ির আঁচল মেশিনের চাকায় পেঁচিয়ে যায়। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে এলাকাবাসী তাকে মৃত অবস্থায় উদ্ধার করেন।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিয়ার রহমান বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬৩১ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৮
আরএ