এদিকে, ফের হামলার আশংকায় নিরাপত্তাহীনতায় ভুগছে পরিবারটি।
রোববার (১৫ এপ্রিল) সকালে তাহের লক্ষ্মীপুর প্রেস ক্লাবে সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, জমি নিয়ে বিরোধের জের ধরে ১০ এপ্রিল রাতে পৌরসভার সাহাপুর এলাকার আবদুল মান্নানের ছেলে জহির সহযোগীদের নিয়ে তাহেরের পরিবারের সদস্যদের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় তারা দেশীয় অস্ত্র নিয়ে ঘরে ঢুকে প্রথমে মরিচ মোশানো পানি তাহেরের পরিবারের সদস্যদের লক্ষ্য করে ছুড়তে থাকে এবং তাহেরের ছেলে আলিম পরীক্ষার্থী দেলোয়ার হোসেনসহ ইউসুফ, মেয়ে পান্না আক্তার ও সাফিয়া আক্তারকে বেধড়ক পিটিয়ে ও কুপিয়ে জখম করে। পরে আহতদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় তাহের বাদী হয়ে ১১ এপ্রিল থানায় হামলাকারী জহিরসহ ৫ জনের বিরুদ্ধে মামলা করেন। এ খবরে ক্ষিপ্ত হয়ে ওঠে মামলার আসামিরা।
ক্ষতিগ্রস্ত তাহের অভিযোগ করে বলেন, পরিকল্পিতভাবে আমার ছেলে ও মেয়েদের হত্যার করার জন্য হামলা চালানো হয়েছে। আমার পরীক্ষার্থী ছেলেকে নির্দয়ভাবে কুপিয়েছে। তারা মামলা প্রত্যাহার করতে বিভিন্নভাবে হুমকি দিচ্ছেন। এখন আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।
এ বিষয়ে অভিযুক্ত জহির বলেন, জমির সব কাগজপত্র আমাদের কাছে আছে। আমরা মামলাটি আইনিভাবে মোকাবেলা করবো। মামলা নিয়ে হুমকি দেওয়ার অভিযোগ মিথ্যা।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও লক্ষ্মীপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. অলি উদ্দিন বাংলানিউজকে বলেন, মামলাটি তদন্ত চলছে। এ ঘটনায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। মামলা প্রত্যাহারে হুমকি দেওয়ার বিষয়টি আমি অবগত নয়।
বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৮
এসআর/আরআইএস/