ঢাকা, বুধবার, ১৯ ভাদ্র ১৪৩২, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১০ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

কোটা সংস্কার আন্দোলন: ৫ মামলার তদন্ত চলছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:০৮, এপ্রিল ১৫, ২০১৮
কোটা সংস্কার আন্দোলন: ৫ মামলার তদন্ত চলছে

ঢাকা:  কোটা সংস্কার আন্দোলনে ফেসবুকে মিথ্যা, গুজব ও উস্কানিমূলক তথ্য প্রচারকারী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভিসির বাসভবনে হামলাকারীদের বিরুদ্ধে করা ৫টি মামলার তদন্ত চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

রোববার (১৫ এপ্রিল) দুপুরে রাজধানীর ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) মিলনায়তনে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ছাত্ররা কোনো কিছুর দাবি করতেই পারে।

কিন্তু ঢাবির ভিসির বাসভবনে যে হামলা হয়েছে এ দৃশ্য আগে কখনো দেখিনি। ওই ঘটনায় আইসিটি আইনে একটি মামলাসহ ৫টি মামলা করা হয়েছে। মামলাগুলোর তদন্ত চলছে। তদন্ত শেষ হলে এ বিষয়ে বিস্তারিত জানাতে পারবো।

এসব মামলায় কেউ আটক হয়েছে কি-না? প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী কোনো উত্তর দেন নি।

এ সময় মিয়ানমারের পক্ষ থেকে একটি রোহিঙ্গা পরিবার ফেরত নেওয়ার বিষয়ে মন্ত্রী বলেন, যেখানে ১১ লাখ রোহিঙ্গা বাংলাদেশে রয়ে গেছেন, তাদের মধ্যে একটি পরিবার ফেরত নেওয়ার বিষয়টি হাস্যকর। মিয়ানমারের সীমানায় নো ম্যান্স ল্যান্ডে ৬ হাজার রোহিঙ্গা রয়েছেন। তাদের ফেরত নেওয়ার জন্য আমরা বার বার বলার পরেও তারা নিচ্ছেন না।  

বাংলাদেশ সময়: ১৫০৭ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৮
এমএসি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।