রোববার (১৫ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক সভায় এ আম ক্যালেন্ডার প্রণয়ন করা হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. মাহমুদুল হাসান।
সভায় ২০-২৫মে গোপালভোগ, হিমসাগর ও ক্ষীরসাপাতা ২৮মে, লক্ষণভোগ ১ জুন, ল্যাংড়া ও বোম্বায় ৫ জুন, ফজলী ও সুরমা ফজলী ১৫ জুন, আম্রপালি ১৫ জুন, আশ্বিনা ১ জুলাই বাজারজাতকরণের সময় নির্ধারণ করা হয়। তবে এ বছর দেরিতে আমের মুকুল আসায় আম ক্যালেন্ডারে সংশোধন করা হতে পারে বলেও সিদ্ধান্ত নেওয়া হয়।
বক্তব্য রাখেন- পৌর মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের সহ-সভাপতি আব্দুল হান্নান হান্নু, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মুঞ্জুরুল হোদা, আঞ্চলিক উদ্যানত্তত্ব গবেষণা কেন্দ্রের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শরীফ উদ্দিন প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এরশাদ হোসেন খানসহ জেলার আম ব্যবসায়ী, চাষীসহ বিভিন্ন সরকারি-বেসরকারি অফিস প্রতিনিধিরা।
বাংলাদেশ সময়: ১৪৫৯ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৮
এনটি