রোবাবর (১৫ এপ্রিল) বেলা ১২টার দিকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বেলাল নগরের গগন গলি এলাকার আ. রব শেখের ছেলে ও স্থানীয় মৎস শ্রমিক প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র।
মৃতের বড় ভাই লিটন বাংলানিউজকে জানান, শনিবার (১৪ এপ্রিল) সকাল ৯টায় বাসা থেকে বের হয়ে নিঁখোজ হয় বেলাল। ওইদিন দুপুর থেকে তার কোনো সন্ধান পাওয়া যায়নি। সকালে কাউনিয়া এলাকার বীনাপানি সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন একটি ডোবা থেকে তার মরদেহ উদ্ধার হয়।
কাউনিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফ হোসেন বাংলানিউজকে এ তথ্যে নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৮
এমএস/এসআরএস