বুধবার (১৫ এপ্রিল) সকালে সৈয়দপুর উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মসূচির উদ্বোধন হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোখছেদুল মোমিন, সৈয়দপুর পৌরসভার মেয়র মো. আমজাদ হোসেন সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বজলুর রশীদ প্রমুখ।
শহরের বিশিষ্টজনদের স্মার্টকার্ড বিতরণের মাধ্যমে পৌরসভার ১নং ওয়ার্ডে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। এরপর শতশত নারী-পুরুষ লাইনে দাঁড়িয়ে স্মার্টকার্ড সংগ্রহ করেন।
সৈয়দপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা রবিউল ইসলাম বাংলানিউজকে জানান, সৈয়দপুর পৌরসভার ১৫টি ওয়ার্ডের ৮২ হাজার ৫২৪ জন ভোটারকে স্মার্টকার্ড দেওয়া হবে। বিতরণী কার্যক্রম চলবে আগামী ৭মে পর্যন্ত। এরপর উপজেলার পাঁচটি ইউনিয়নের পর্যায়ক্রমে স্মার্ট কার্ড দেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৮
এনটি