রোববার (১৫ এপ্রিল) দুপুর সোয়া ১২টার দিকে মিরপুর উপজেলার পোড়াদহ স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আয়াতুল্লা সদর উপজেলার বড় আইলচড়া গ্রামের সাইদুর রহমানের ছেলে।
পোড়াদহ স্টেশন মাস্টার শরিফুল ইসলাম বাংলানিউজকে জানান, দুপুরে ৫০৬ শ্যাটল ট্রেনের ইঞ্জিন ঘোরানো হচ্ছিল। এ সময় ওই কিশোর মোটরসাইকেল নিয়ে লাইনের উপর চলে এলে ইঞ্জিনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যায়। এসময় আহত হয় একজন। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
তিনি আরো জানান, ট্রেন লাইনের গার্ডার নামানো ছিল, এরপরও ওই কিশোর মোটরসাইকেলসহ ভেতরে চলে আসে।
বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, ১৫ এপ্রিল ২০১৮
আরএ