ঢাকা, বুধবার, ১৯ ভাদ্র ১৪৩২, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১০ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

বিএনপির রঙিন খোয়াব কর্পূরের মতো উবে গেছে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:৫০, এপ্রিল ১৫, ২০১৮
বিএনপির রঙিন খোয়াব কর্পূরের মতো উবে গেছে ওবায়দুল কাদের/ফাইল ফটো

ঢাকা: কোটা সংস্কারের আন্দোলন ঘিরে বিএনপির রঙিন খোয়াব কর্পূরের মতো উবে গেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, এজন্যই তারা আবোল-তাবোল বকছে।

রোববার (১৫ এপ্রিল) সকালে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের একথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, কোটা সংস্কার আন্দোলন কেন্দ্র করে বিএনপির নতুন করে আন্দোলন গড়ে তোলার যে রঙিন খোয়াব ছিল প্রধানমন্ত্রীর সাহসী ঘোষণার মধ্য দিয়ে তা কর্পূরের মতো বাতাসে উবে গেছে।

তিনি বলেন, কোটা আন্দোলনে কিছু করতে না পেরে বিএনপি হতাশার সাগরে ডুবে গেছে। এ কারণে তারা আবোল-তাবোল বলছে।

২২ তারিখ বিজেপির (ভারতীয় জনতা পার্টি) আমন্ত্রণে আওয়ামী লীগের ২০ সদস্যের একটি প্রতিনিধি দল ভারত সফরে যাচ্ছে বলেও সাংবাদিকদের জানান ওবায়দুল কাদের।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের নেতৃত্বে ২০ সদস্যের প্রতিনিধি থাকছেন দলটির সভাপতি মণ্ডলীর সদস্য শ্রী পিযুষ কান্তি ভট্টাচার্য, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক আহাম্মদ হোসেন, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, এ কে এম এনামুল হক শামীম, মেজবাহ উদ্দিন সিরাজ, মুহিবুল হাসান চৌধুরী নওফেল, দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ, সাহিত্য সম্পাদক মৃণাল কান্তি দাস, আন্তর্জাতিক সম্পাদক শাম্মী আহম্মেদ, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক আব্দুস সবুর, ত্রাণ ও দুর্যোগ সম্পাদক সুজিত রায় নন্দী, উপ প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, স্বাস্থ্য সম্পাদক রোকেয়া সুলতানা, সদস্য গোলাম কবির রাব্বানী চিনু, এস এম কামাল হোসেন।

বাংলাদেশ সময়: ১৩৪২ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৮
এসকে/এমইউএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।