রোববার (১৫ এপ্রিল) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে তিনজনের নাম জানা গেছে।
পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বাংলানিউজকে জানান, দুপুরে উপজেলার সারাইগাছী থেকে যাত্রী নিয়ে ব্যাটারি চালিত একটি ইজিবাইক কসনা যাচ্ছিল। পথে কুসরপাড়ায় একটি বাস পেছন থেকে ধাক্কা দিলে ইজিবাইকটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ইজিবাইকের ওই দুই যাত্রীর মৃত্যু হয়। এ সময় আহত হন ইজিবাইকের অপর পাঁচ যাত্রী। আহতদের উদ্ধার করে পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরো দু’জন।
বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৮/আপডেট: ১৪৪০
এসআই