ঢাকা, বুধবার, ১৯ ভাদ্র ১৪৩২, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১০ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

পাথরঘাটায় এক্সকাভেটর চাপায় শিশুর মৃত্যু

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:০৭, এপ্রিল ১৫, ২০১৮
পাথরঘাটায় এক্সকাভেটর চাপায় শিশুর মৃত্যু

পাথরঘাটা (বরগুনা): বরগুনার পাথরঘাটা উপজেলায় এক্সকাভেটর মেশিন চাপায় আবদুল্লাহ (১৩ মাস) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (১৫ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কালমেঘা ইউনিয়নের দক্ষিণ কুপদোন গ্রামে বেড়িবাঁধের উপরে এ ঘটনা ঘটে। আবদুল্লাহ ওই গ্রামের নজরুল ইসলাম শিকদারের ছেলে।

কালমেঘা ইউনিয়ন পরিষদের (ইউপি) ১ নম্বর ওয়ার্ডের সদস্য মো. মোস্তফা মিয়া বাংলানিউজকে জানান, কালমেঘায় তমা কনস্ট্রাকশন দীর্ঘদিন ধরে বেড়িবাঁধের কাজ করছে। সকালে এক্সকাভেটর মেশিনটি বেড়িবাঁধের উপর দিয়ে যাচ্ছিল। এসময় ওই পথের পাশেই বসত ঘর থেকে ১৩ মাসের শিশুটি হামাগুড়ি দিয়ে বাঁধে উঠলে এক্সকাভেটর মেশিনের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়। ঘটনার পর পরই পাথরঘাটা থানা পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে।

পাথরঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মো. খবীর আহম্মেদ বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য বরগুনা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এর আগে ২০১৭ সালের ২২ ডিসেম্বর এক্সকাভেটরের রশিতে আটকে পা হারায় এক বালু শ্রমিক।

বাংলাদেশ সময়: ১৩০৩ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।