রোববার (১৫ এপ্রিল) সকালে এ দুর্ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন ওই জাহাজের চালক আনিছুল হক।
ডুবে যাওয়া লাইটার জাহাজের চালক আনিছুল হক মোবাইল ফোনে জানান, মোংলা বন্দরের সুন্দরবনের হারবাড়িয়া এলাকায় ইন্দোনেশিয়ার পতাকাবাহী এমভি গ্লাস বাণিজ্যিক জাহাজ থেকে কয়লা নিয়ে রোববার ভোরে যশোরের নোয়াপাড়ার উদ্দেশে ছেড়ে আসে লাইটার জাহাজ নিলয়-২। কিছুদূর এগোলেই ডুবোচরে ধাক্কা লেগে জাহাজটি ডুবে যায়। এ সময় সাঁতরে তীরে উঠতে সক্ষম হন জাহাজে থাকা সবাই।
দুপুরে মোংলা বন্দরের হারবার মাস্টার কমান্ডার মো. ওয়ালিউল্লাহ বাংলানিউজকে বলেন, বন্দর কার্যক্রম ও চ্যানেলে জাহাজ চলাচল স্বাভাবিক রয়েছে। এখনো জাহাজটি উদ্ধার অভিযান শুরু হয়নি। নির্দিষ্ট সময়ের মধ্যে জাহাজের মালিক সেটি উদ্ধার করাবেন। নির্দিষ্ট সময়ের মধ্যে জাহাজ উদ্ধার না করলে বন্দর কর্তৃপক্ষ জাহাজ উদ্ধার করবে।
বাংলাদেশ সময়: ১২৫৭ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৮
এসআই