ঢাকা, বুধবার, ১৯ ভাদ্র ১৪৩২, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১০ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

বিজয়নগরে আগুনে পুড়লো ৬ দোকান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬:০১, এপ্রিল ১৫, ২০১৮
বিজয়নগরে আগুনে পুড়লো ৬ দোকান

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চম্পকনগর ইউনিয়নের চম্পকনগর বাজারে আগুন লেগে ছয়টি দোকান পুড়ে গেছে। 

রোববার (১৫ এপ্রিল) সকাল ৯টার দিকে এ অগ্নিকাণ্ড হয়।  

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বৈদ্যুতিক তার ছিঁড়ে চম্পকনগর বাজারের ইলেক্ট্রনিক সামগ্রীর দোকানে পড়ে শর্টসার্কিট হয়ে আগুন লেগে যায়।

কিছুক্ষণের মধ্যেই আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে আখাউড়া ও মাধবপুর থেকে ফায়ার সার্ভিসের দু’টি দল এসে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভায়। কিন্তু ততক্ষণে বাজারের ছয়টি দোকান পুড়ে যায়।  

আগুনে প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলী আফরোজ অগ্নিকাণ্ডের খবরের সত্যতা নিশ্চিত করেছেন।  

বাংলাদেশ সময়: ১১৫৮ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।