ঢাকা, বুধবার, ১৯ ভাদ্র ১৪৩২, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১০ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

মঠবাড়িয়ায় ভাতিজার হাতে সাবেক ইউপি সদস্য খুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫:৩০, এপ্রিল ১৫, ২০১৮
মঠবাড়িয়ায় ভাতিজার হাতে সাবেক ইউপি সদস্য খুন

পিরোজপুর: পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য আব্দুল লতিফ ঘরামীকে (৫০)  তার ভাতিজা আলামিন কুপিয়ে হত্যা করেছেন।
 

রোববার (১৫ এপ্রিল) ভোর সাড়ে ৫টার দিকে ওই ইউনিয়নের তুলাতলা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল লতিফের বাড়ি উপজেলার বকসীর ঘটিচোরা গ্রামে।

 

পুলিশ জানায়, আব্দুল লতিফ একটি মামলায় পিরোজপুর আদালতে হাজিরা দেওয়ার জন্য ভোর ৫টার দিকে বাড়ি থেকে বের হন। এ সময় তার সঙ্গে চাচাতো ভাই ইদ্রিস ঘরামী (৩৫) ছিলেন। তারা পথে তুলাতলা এলাকায় পৌঁছালে আব্দুল লতিফের ভাতিজা আলামিনের নেতৃত্বে সাত/আটজন যুবক তাদের কুপিয়ে জখম করেন। এ অবস্থায় স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে তাদের বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসাপাতালে নেওয়ার পথে সকাল ৯টার দিকে আব্দুল লতিফের মৃত্যু হয়।

মঠবাড়িয়া থানার পরিদর্শক (তদন্ত) মাজহারুল আমীন বলেন, পূর্ব শত্রুতার জের ধরে আব্দুল লতিফকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১১২৮ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।