শনিবার (১৪ এপ্রিল) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। নিহত আবু হানিফ ওই এলাকার বিল্লাল হোসেনের ছেলে।
স্থানীয় কাউন্সিলর মো. আজিজুর রহমান শিরিশ বাংলানিউজকে জানান, পহেলা বৈশাখ উপলক্ষে মেঘডুবি কলেরবাজার এলাকায় বৈশাখী মেলার আয়োজন করা হয়। ওই মেলায় মিষ্টি পুরী ও সিঙ্গারার দোকান বসিয়ে ছিলেন আবু হানিফ। একপর্যায়ে রাতে জেনারেটর থেকে বিদ্যুৎ লাইন নেওয়ার সময় বিদুৎস্পৃষ্ট হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল নিলে চিকিৎসক আবু হানিফকে মৃত ঘোষণা করেন।
বাংলাদেশ সময়: ১১০৯ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৮
আরএস/এএটি