ঢাকা, বুধবার, ১৯ ভাদ্র ১৪৩২, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১০ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

গাজীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব্যবসায়ীর মৃত্যু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫:০৯, এপ্রিল ১৫, ২০১৮
গাজীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব্যবসায়ীর মৃত্যু

গাজীপুর: গাজীপুর সিটি করেপারেশনের মেঘডুবি কলেরবাজার এলাকায় বৈশাখী মেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবু হানিফ (৩৮) নামে এক দোকানির মৃত্যু হয়েছে।

শনিবার (১৪ এপ্রিল) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। নিহত আবু হানিফ ওই এলাকার বিল্লাল হোসেনের ছেলে।

তিনি ওই এলাকায় মিষ্টি, পুরী ও সিঙ্গারার দোকান ব্যবসা করতেন।

স্থানীয় কাউন্সিলর মো. আজিজুর রহমান শিরিশ বাংলানিউজকে জানান, পহেলা বৈশাখ উপলক্ষে মেঘডুবি কলেরবাজার এলাকায় বৈশাখী মেলার আয়োজন করা হয়। ওই মেলায় মিষ্টি পুরী ও সিঙ্গারার দোকান বসিয়ে ছিলেন আবু হানিফ। একপর্যায়ে রাতে জেনারেটর থেকে বিদ্যুৎ লাইন নেওয়ার সময় বিদুৎস্পৃষ্ট হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল নিলে চিকিৎসক আবু হানিফকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১১০৯ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৮
আরএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।