ঢাকা, বুধবার, ১৯ ভাদ্র ১৪৩২, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১০ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

নববর্ষে কর্মচারীরা পেলেন শাড়ি-পাঞ্জাবি

কেরানীগঞ্জ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪:৩৯, এপ্রিল ১৫, ২০১৮
নববর্ষে কর্মচারীরা পেলেন শাড়ি-পাঞ্জাবি তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের মধ্যে শাড়ি ও পাঞ্জাবি বিতরণ করেছে বসুন্ধরা আদ-দ্বীন মেডিকেল কলেজ। 

কেরানীগঞ্জ (ঢাকা): বাংলা নববর্ষ ১৪২৫ উপলক্ষে নিজেদের তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের মধ্যে শাড়ি ও পাঞ্জাবি বিতরণ করেছে বসুন্ধরা আদ-দ্বীন মেডিকেল কলেজ। 

রোববার (১৫ এপ্রিল) সকাল ৯টায় কলেজ ক্যাম্পাসে এ পোশাক বিতরণ করা হয়।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ ও প্যাথলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. আবু উবাইদ মুহম্মদ মুহসিন।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বসুন্ধরা রিভারভিউ প্রোজেক্টের হেড অফ ডিরেক্টর মেজর এম এম করিম।

এসময় আরো উপস্থিত ছিলেন বসুন্ধরা আদ-দ্বীন মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ও মাইক্রোবায়োলজি বিভাগের প্রধান অধ্যাপক মো. নুরুল আলম, কমিউনিটি মেডিসিন বিভাগের  প্রধান অধ্যাপক শামীমা সুরাইয়া বেগম, ফরেনসিক মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক মো. বেলায়েত হোসেন, ফিজিওলজি বিভাগের প্রধান অধ্যাপক পারভীন খাতুন, স্ত্রীরোগ বিভাগের প্রধান অধ্যাপক রুমানা শেখ, এনাটমি বিভাগের প্রধান অধ্যাপক ওমর ফারুক, ফার্মাকোলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. সাজিয়া আফরোজ ও মেডিসিন বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক ডা. সঞ্জয় কুমার প্রমুখ।

বাংলাদেশ সময়: ১০৩৪ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।