রোববার (১৫ এপ্রিল) সকাল সোয়া ৮টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
মিন্টু মিয়া জেলার ঘিওর উপজেলার উত্তর তরা এলাকার মোসলেম উদ্দিনের ছেলে।
গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, সকালে মানিকগঞ্জগামী যাত্রীবাহী একটি পিকআপভ্যানকে পেছন দিক থেকে সাউথলাইন পরিবহনের একটি বাস ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই পিকআপে থাকা যাত্রী মিন্টুর মৃত্যু হয়।
এ ঘটনায় পিকআপভ্যান ও বাসটিকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ ময়না তদন্ত প্রতিবেদনের জন্যে মানিকগঞ্জ জেলা হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ০৯৫৯ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৮
এএটি