ঢাকা, বুধবার, ১৯ ভাদ্র ১৪৩২, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১০ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

কাঁঠালবাড়ী-শিমুলিয়া রুটে নৌ চলাচল স্বাভাবিক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:২১, এপ্রিল ১৪, ২০১৮
কাঁঠালবাড়ী-শিমুলিয়া রুটে নৌ চলাচল স্বাভাবিক কাঁঠালবাড়ী-শিমুলিয়া রুটে নৌ চলাচল স্বাভাবিক

মাদারীপুর: বাংলা সনের প্রথম দিনেই ঝড়ো বাতাস ও বৃষ্টির কারণে বন্ধ থাকার পর কাঁঠালবাড়ী-শিমুলিয়া রুটে ফের নৌযান চলাচল শুরু হয়েছে।

বাংলানিউজকে বিআইডব্লিউটিসি'র কাঁঠালবাড়ী ঘাট কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করে।

এরআগে সন্ধ্যা সোয়া ৬টা থেকে বৈরী আবহাওয়ায় দুর্ঘটনা এড়াতে লঞ্চ,স্পিডবোট ও ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

কাঁঠালবাড়ী ঘাট সূত্র আরও জানায়, শনিবার (১৪ এপ্রিল) আবহাওয়া স্বাভাবিক হলে রাত ৯টা থেকে ফেরি চলাচল শুরু করে।  

ঘাটের ব্যবস্থাপক আব্দুস সালাম মিয়া বলেন, সন্ধ্যায় ঝড়ের কারণে কিছু সময় ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল। এখন চলাচল স্বাভাবিক রয়েছে।


বাংলাদেশ সময়: ২৩২১ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১৮ 
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।