ঢাকা, বুধবার, ১৯ ভাদ্র ১৪৩২, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১০ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

বাগেরহাটে খাজনা আদায়ে ‘ভূমি-হালখাতা’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২০, এপ্রিল ১৪, ২০১৮
বাগেরহাটে খাজনা আদায়ে ‘ভূমি-হালখাতা’ খাজনা দিচ্ছেন জমির মালিক। ছবি: বাংলানিউজ

বাগেরহাট: পহেলা বৈশাখে বাগেরহাটে শুরু হয় ব্যতিক্রমি ‘ভূমি-হালখাতা। এ উপলক্ষে জমির খাজনা আদায় করা হচ্ছে।

পহেলা বৈশাখের চিরাচরিত এ ঐতিহ্যকে ধারণ করে বাগেরহাটের মোল্লাহাট উপজেলা ভূমি অফিসে শুরু হয় ‘ভূমি-হালখাতা।

মোল্লাহাট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুল আলম এ হালখাতার আয়োজন করেন।

ভূমি উন্নয়ন কর ও অন্যান্য ভূমি রাজস্ব আদায়ে ভূমি-হালখাতার ব্যবস্থা করা হয়েছে। এ উপলক্ষে অফিস চত্বরকে  বর্ণিল সাজে সাজানো হয়েছে।

প্রথমবারের মতো এ ব্যতিক্রমধর্মী হালখাতায় উপস্থিত ছিলেন- মোল্লাহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিনুর আলম সানা, উদয়পুর ইউনিয়ন চেয়ারম্যান শেখ হায়দার মামুনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

জমির মালিকরা ভূমি উন্নয়ন কর দিয়ে সরকারি রশিদ সংগ্রহ করছেন। সঙ্গে সঙ্গে সরকারি কর্মকর্তাদের আপ্যায়নও গ্রহণ করছেন।

খাজনা পরিশোধ করতে আসা মহিউদ্দিন বাংলানিউজকে বলেন, এভাবে কখনো খাজনা দেইনি। ভূমি-হালখাতায় এসে বছরের প্রথম দিনে আমি আমার জমির খাজনা দিতে পেরে দায়মুক্ত মনে হচ্ছে।

শেখ রুস্তম আলী বাংলানিউজকে বলেন, এখন ভূমি-হালখাতা খুব এটা হয় না। সুন্দর পরিবেশে খাজনা দিতে পেরে ভালো লাগছে। আমি আমার ছেলে-মেয়েদেরও নিয়ে এসেছি।

সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুল আলম বাংলানিউজকে বলেন, জনগণের জন্য সেবা প্রাপ্তি সহজ করতে ব্যতিক্রমী কিছু করার ভাবনা থেকে হালখাতা করার চিন্তা আসে। তবে আমার চেষ্টা ছিল ঐতিহ্যকে লালন করে কিভাবে সেবা দেওয়া আর রাজস্ব আদায় করা সহজ করা যায়।

বাংলাদেশ সময়: ২১১৮ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।