ঢাকা, মঙ্গলবার, ১৮ ভাদ্র ১৪৩২, ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৯ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

নারায়ণগঞ্জে ভুয়া প্রশ্নপত্র ফাঁস চক্রের ৪ সদস্য আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:২৮, এপ্রিল ১৩, ২০১৮
নারায়ণগঞ্জে ভুয়া প্রশ্নপত্র ফাঁস চক্রের ৪ সদস্য আটক র‌্যাবের হাতে আটক ফাঁস চক্রের সদস্যরা, ছবি: বাংলানিউজ

নারায়ণগঞ্জ: রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এইচএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র ফাঁস চক্রের চার সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা। 

আটকরা হলেন- মো. ইয়াসিন আরাফাত ওরফে সাউদ (২৮), জুবায়ের আহমেদ জাবের (২০), মো. রমজান আলী টিটু (১৮), মাহমুদ হাসান ওরফে প্রচ্ছদ (২২)।

শুক্রবার (১৩ এপ্রিল) রাজধানীর বনশ্রী ও মিরপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।



র‌্যাব-১১ এর অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল কামরুল হাসান বাংলানিউজকে জানান, চক্রটি এক বছরের বেশি সময় ধরে ফেসবুক, মেসেঞ্জার এবং হোয়াটস্অ্যাপের মাধ্যমে ভুয়া প্রশ্নপত্র প্রচার ও বিক্রয় করে আসছে। শুক্রবার অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।  

এ সময় তাদের কাছ থেকে ভুয়া প্রশ্নপত্র প্রচার ও বিক্রির কাজে ব্যবহৃত ১৪টি মোবাইল, বিকাশে প্রশ্ন বিক্রির টাকা লেনদেনে ব্যবহৃত ১৭টি সিম কার্ড, তিনটি মেমোরি কার্ড, একটি ট্যাব, দুইটি ল্যাপটপ, একটি কম্পিউটার, একটি হার্ডডিস্ক, একটি পেনড্রাইভ ও একটি ব্লুটুথ ডিভাইস জব্দ করা হয়।

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৮
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।