ঢাকা, মঙ্গলবার, ১৮ ভাদ্র ১৪৩২, ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৯ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

বাঘাইছড়িতে যুবক অপহৃত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:২১, এপ্রিল ১৩, ২০১৮
বাঘাইছড়িতে যুবক অপহৃত

রাঙামাটি: রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা থেকে মুলায়ন চাকমা (২০) নামে এক যুবককে অপহরণ করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১৩ এপ্রিল) সকালে ওই উপজেলার ৩৫ নম্বর বঙ্গলতলী ইউনিয়ন থেকে তাকে অপহরণ করা হয়।

এদিকে ইউনাইটেড পিপলস ডেমাক্রেটিক ফ্রন্ট’র (ইউপিএফ) রাঙামাটি শাখার সংগঠক সচল চাকমা এবং যুব ফোরামের সংগঠক ধর্মসিং চাকমা পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি সংস্কারকে  (জেএসএস) দায়ী করে এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন।

শুক্রবার গণতান্ত্রিক যুব ফোরাম রাঙামাটি শাখার সদস্য সচিব নিলয় চাকমা স্বাক্ষরিত এক বিবৃতিতে জানানো হয়- মুলায়ন চাকমা ঢাকায় একটি ফ্যাক্টরিতে চাকরি করেন।

পরিবারের সঙ্গে বিজু উৎসবে অংশ নিতে তিনি বাড়ি এসেছিলেন। শুক্রবার বিজু পালনের সময় সোয়া ১০টার দিকে তাকে ঝগড়াবিল গ্রামের নিজ বাড়ি থেকে বন্দুকের মুখে অপহরণ করে জেএসএস সংস্কার’র সশস্ত্র গ্রুপ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন জানান, তার পরিবার থেকে অভিযোগ দায়ের করলে ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৯১৭ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।