ঢাকা, মঙ্গলবার, ১৮ ভাদ্র ১৪৩২, ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৯ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

প্রতিবন্ধী শিশুর আঁকা ছবিতে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:১৯, এপ্রিল ১৩, ২০১৮
প্রতিবন্ধী শিশুর আঁকা ছবিতে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিশেষ শিশু আজমাইন রহমানের আঁকা ছবিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নববর্ষের শুভেচ্ছা

ঢাকা: পহেলা বৈশাখে গ্রামীণ মেলা চলছে। মেলার নানা উৎসব-আয়োজনের মধ্যে নাগরদোলায় আনন্দে মেতেছে শিশু-কিশোরের দল। খেলনার পসরা সাজিয়ে বসেছে দোকানিরা। বাঁশি বাজাতে বাজাতেই চলছে হরেক রঙের বেলুন আর বাঁশি ফেরি। এই উৎসবে আনন্দে মাততে মা-বাবার সঙ্গে মেলায় এসেছে এক শিশু। তার হাতে বেলুন-বাঁশি। বেলুন কিনে উচ্ছ্বসিত লাল ফ্রক পরা আরেক পুঁচকে মেয়ে। 

নববর্ষবরণে গ্রামবাংলার এ চিরায়ত চিত্রকে রঙতুলির আঁচড়ে ফুটিয়ে তুলেছে আজমাইন রহমান নামে এক বিশেষ (বুদ্ধি প্রতিবন্ধী) শিশু। নজরকাড়া এ ছবিতে নববর্ষের শুভেচ্ছা কার্ড তৈরি করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এমন একটি শুভেচ্ছা কার্ড প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এসেছে বাংলানিউজেও। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নববর্ষের শুভেচ্ছাজানা গেছে, আজমাইনের মতো প্রতিবন্ধী আরও ক’জনের আঁকা ছবিতেই সরকারপ্রধান তার নববর্ষের শুভেচ্ছা কার্ড তৈরি করেছেন। এই শুভেচ্ছা কার্ডগুলোই যাচ্ছে রাষ্ট্রের শীর্ষ কর্মকর্তাসহ বিশিষ্টজনদের কাছে।

আগে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা কার্ডে পেশাজীবীদের আঁকা ছবি ব্যবহার হতো। তবে প্রধানমন্ত্রী নিজ উদ্যোগে ২০১০ সাল থেকে প্রতিবন্ধী শিশুদের আঁকা ছবিতে শুভেচ্ছা কার্ড তৈরি শুরু করেন। প্রথমে ছবিগুলো আসতো সমাজসেবা অধিদফতরের মাধ্যমে। ২০১৪ সালে প্রধানমন্ত্রীরই দেওয়া নির্দেশনায় দেশের জেলা প্রশাসকদের মাধ্যমে প্রতিবন্ধী শিশুদের ছবি আনা হতে থাকে। প্রধানমন্ত্রী নিজেই এ ছবিগুলো বাছাই করেন। নির্বাচিত প্রত্যেক ছবির আঁকিয়ে শিশুকে এক লাখ টাকা করে পুরস্কার দেওয়া হয়। প্রধানমন্ত্রীর গত বছরের নববর্ষের শুভেচ্ছা কার্ডে ছয়টি ছবি স্থান লাভ করে।

বাংলাদেশ সময়: ১৮৫৭ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৮
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।