শুক্রবার (১৩ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ফারুক চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার আমজুর হাট এলাকার মৃত হাফেজ আহমদের ছেলে এবং কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতির পেকুয়া অভিযোগ কেন্দ্রের সাব-স্টেশনের লাইনম্যান ।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে পল্লী বিদ্যুতের পেকুয়া উপকেন্দ্রের একটি ফিডারের ত্রুটি সারাতে গিয়ে ওই লাইনম্যান বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে তার পুরো শরীর ঝলসে যায় এবং ১০-১২ ফিট উঁচু থেকে মাটিতে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পায়।
এ সময় সহকর্মীরা তাকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কিন্তু তার অবস্থা সংকটাপন্ন হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে চমেক হাসপাতালে পাঠায়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তার মৃত্যু হয়।
কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতির পেকুয়া অভিযোগ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম কিবরিয়া বাংলানিউজকে বলেন, যথাযথ প্রক্রিয়া তার মরদেহ পরিবারকে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৮
টিটি/এসআরএস