ঢাকা, মঙ্গলবার, ১৮ ভাদ্র ১৪৩২, ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৯ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

চকরিয়ায় ঘেরে বিষ দিয়ে ১১ লাখ টাকার মাছ নিধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:০৭, এপ্রিল ১৩, ২০১৮
চকরিয়ায় ঘেরে বিষ দিয়ে ১১ লাখ টাকার মাছ নিধন নিধন করা মাছ, ছবি: বাংলানিউজ

কক্সবাজার: কক্সবাজারের চকরিয়ায় একটি ঘেরে বিষ দিয়ে প্রায় ১১ লাখ টাকার মাছ নিধন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

শুক্রবার (১৩ এপ্রিল) ভোর থেকে ঢেমুশিয়া ইউনিয়নের ছয় কুড়িটিক্কা এলাকায় সরওয়ার আলমের মাছের খামারের একটি পুকুরে মাছগুলো মরে ভেসে উঠতে থাকে। এর আগে বৃহস্পতিবার (১২ এপ্রিল) গভীর রাতে ওই মাছের খামারে কেউ শত্রুতা করে এ ঘটনা ঘটায়।

 

সরওয়ার আলম বলেন, বৃহস্পতিবার রাতে আমার মাছের খামারের একটি পুকুরে কেউ শত্রুতা করে বিষ দিয়েছে। বিষক্রিয়ায় পুকুরের সব মাছ মরে গেছে। ভোর থেকে মরা মাছগুলো ভেসে উঠে থাকে। এতে আমার প্রায় ১১ লাখ টাকার ক্ষতি হয়েছে।

তিনি বলেন, এক বছর আগে ঢেমুশিয়া ইউয়িননের ছয় কুড়িটিক্কা গ্রামে আট কানি জমিতে পাঁচটি পুকুর খনন করে এ মৎস্য প্রকল্প তৈরি করেন। প্রকল্প থেকে প্রথম দফায় ১৮ লাখ টাকা মূল্যের পাঙ্গাস, নাইলেটিকা ও কার্প মাছ বিক্রি করেন। দ্বিতীয় পর্যায়ে অধিক লাভের আশায় মাছ চাষে ২২ লাখ টাকা বিনিয়োগ করেন। যখন দ্বিতীয় পর্যায়ের মাছ বেচার সময় হয়েছে ঠিক সেই মুহূর্তেই এ শত্রুতা।

শুক্রবার দুপুর ২ টা পর্যন্ত পুকুর থেকে প্রায় ৭০ মণ মরা মাছ তুলেছেন বলে জানিয়েছেন তরুণ এ মৎস্য চাষি।

এবিষয়ে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াসিন আরাফাত বাংলানিউজকে জানিয়েছেন, মাছ নিধনের ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হবে।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৮
টিটি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।