শুক্রবার (১৩ এপ্রিল) সুইজারল্যান্ডের জেনেভায় ইউএনএইচসিআরের সদর দফতরে এ স্মারক সই হয়।
বাংলাদেশের পররাষ্ট্র সচিব এম শহীদুল হক এবং ইউএনএইচসিআরের মহাপরিচালক ফিলিপো গ্র্যান্ডি নিজ নিজ পক্ষে এই সমঝোতা স্মারকে সই করেন।
বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা এসব তথ্য জানান।
এই সমঝোতা স্মারক স্বাক্ষর করতে পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক ১১ এপ্রিল তিন দিনের সফরে জেনেভায় যান।
বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানোসহ পুরো প্রক্রিয়ায় যাতে ইউএনএইচসিআর যুক্ত থাকে, সে জন্যই এই সমঝোতা স্মারক সই হয়েছে।
ইউএনএইচসিআরের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) সইয়ের আগে সংস্থাটির সঙ্গে রোহিঙ্গা বিষয়ক তথ্য আদান-প্রদানের জন্য আগেই একটি এমওইউ সই করেছে। এই চুক্তি স্বাক্ষরের মাধ্যমে রোহিঙ্গা প্রত্যাবসনে খরচসহ সব বিষয়ে সরাসরি যুক্ত থাকবে জাতিসংঘ।
পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বৃহস্পতিবার বলেন, মিয়ানমার প্রতিশ্রুতি দিয়েছে তারা বিভিন্ন দেশের সহযোগিতায় ইউএনএইচসিআর, ইউএনডিপি- কে নিয়ে রোহিঙ্গাদের ফেরত নেবে।
গত বছরের ২৫ আগস্ট তল্লাশি চৌকিতে হামলা চালানোকে কেন্দ্র করে রাখাইনে দমন-পীড়ন চালায় মিয়ানমার সেনাবাহিনী। তাদের সঙ্গে যোগ দেয় স্থানীয় মগরাও। বাংলাদেশে পালিয়ে এসে আশ্রয় নেয়া রোহিঙ্গারা জানিয়েছেন, সেখানে তাদের মারধর করে ঘর-বাড়িতে আগুন দেয়া হয়েছে। পাশাপাশি নারীদের ধর্ষণ ছাড়াও ফসলসহ মূল্যবান দ্রব্যাদি লুট করা হয়েছে। বাংলাদেশে আশ্রয় নেয়াদের মধ্যেও অনেকের শরীরে ক্ষতের চিহ্ন দেখা গেছে।
বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৮
কেজেড/এসএইচ