শুক্রবার (১৩ এপ্রিল) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে সাক্ষাতের পর এ মন্তব্য করেন তিনি।
মন্ত্রী বলেন, গণতান্ত্রিক দেশে এ ধরনের আন্দোলন হতে পারে, যেকোনো ইস্যু নিয়ে।
‘এ ঘটনার সঙ্গে জড়িতদের যেকোনো মূল্যে বের করতে তদন্ত চলছে। হামলাকারীরা চেয়েছিলো আন্দোলনকে ভিন্নখাতে প্রবাহিত করতে। কিন্তু সে চেষ্টা প্রধানমন্ত্রীর ঘোষণার মধ্য দিয়ে ভণ্ডুল হয়ে গেছে’, বলেও মন্তব্য করেন নাসিম।
এসময় উপস্থিত ছিলেন সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া ও বঙ্গবন্ধু মেডিকেল কলেজের সাবেক উপ-উপাচার্য শহীদুল্লাহ শিকদার প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৮
এসকেবি/জেডএস