ঢাকা, মঙ্গলবার, ১৮ ভাদ্র ১৪৩২, ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৯ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

আন্দোলন ভিন্নখাতে প্রবাহের চেষ্টা ভণ্ডুল হয়ে গেছে

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৪৬, এপ্রিল ১৩, ২০১৮
আন্দোলন ভিন্নখাতে প্রবাহের চেষ্টা ভণ্ডুল হয়ে গেছে

ঢাকা বিশ্ববিদ্যালয়: কোটা সংস্কার আন্দোলন ভিন্ন খাতের প্রবাহের চেষ্টা ভণ্ডুল হয়ে গেছে বলে মন্তব্য করেছেন ১৪ দলের প্রধান সমন্বয়ক ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

শুক্রবার (১৩ এপ্রিল) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে সাক্ষাতের পর এ মন্তব্য করেন তিনি।  

মন্ত্রী বলেন, গণতান্ত্রিক দেশে এ ধরনের আন্দোলন হতে পারে, যেকোনো ইস্যু নিয়ে।

আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করতে মানুষ যখন ঘুমিয়ে পড়েন, দুর্বৃত্তরা মুখোশ পড়ে ভিসির বাড়িতে হামলা করে। এরা ছাত্র হতে পারে না, হামলাকারীরা ক্রিমিনাল।  

‘এ ঘটনার সঙ্গে জড়িতদের যেকোনো মূল্যে বের করতে তদন্ত চলছে। হামলাকারীরা চেয়েছিলো আন্দোলনকে ভিন্নখাতে প্রবাহিত করতে। কিন্তু সে চেষ্টা প্রধানমন্ত্রীর ঘোষণার মধ্য দিয়ে ভণ্ডুল হয়ে গেছে’, বলেও মন্তব্য করেন নাসিম।

এসময় উপস্থিত ছিলেন সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া ও বঙ্গবন্ধু মেডিকেল কলেজের সাবেক উপ-উপাচার্য শহীদুল্লাহ শিকদার প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৮
এসকেবি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।