কক্সবাজার: কক্সবাজারের টেকনাফ উপজেলার সেন্টমার্টিন থেকে তিন লাখ পিস ইয়াবা জব্দ করেছে কোস্টগার্ড। তবে এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
শুক্রবার (১৩ এপ্রিল) দুপুরে ছেড়াদ্বীপের নিকটবর্তী সাগর থেকে বস্তায় ভাসমান অবস্থায় এসব উদ্ধার করা হয়।
কোস্টগার্ড সূত্র জানায়, দুপুরে একটি বোটের গতিবিধি সন্দেহ হলে তল্লাশির উদ্দেশে ধাওয়া করা হয়।
এসময় কোস্টগার্ডের উপস্থিতি বুঝতে পেরে বোটে থাকা লোকজন দু’টি বস্তা পানিতে ফেলে মিয়ানমারের সীমানার দিকে পালিয়ে যায়। পরে ভাসমান দু’টি বস্তা থেকে তিন লাখ ইয়াবা জব্দ করা হয়।
বিকেলে কোস্টগার্ড পূর্ব জোনের লে. কমান্ডার আব্দুল্লাহ আল মারুফ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বাংলাদেশ সময়: ১৮২৫, এপ্রিল ১৩, ২০১৮
টিটি/এসআরএস
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।