ঢাকা, মঙ্গলবার, ১৮ ভাদ্র ১৪৩২, ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৯ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

গুজব ছড়ানোয় আইসিটি আইনে মামলা দায়ের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৪৪, এপ্রিল ১৩, ২০১৮
গুজব ছড়ানোয় আইসিটি আইনে মামলা দায়ের কোটা সংস্কার আন্দোলন/ফাইল ফটো

ঢাকা: কোটা সংস্কার আন্দোলনে ফেসবুকে মিথ্যা গুজব ও উসকানিমূলক তথ্য প্রচারকারীদের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে (আইসিটি) মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের সাইবার ক্রাইম ইউনিট।

শুক্রবার (১৩ এপ্রিল) আইসিটি আইনের এ মামলার তথ্য নিশ্চিত করেন রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাঈনুল ইসলাম।

কাজী মঈনুল ইসলাম বলেন, ফেসবুকে কোটা সংস্কার আন্দোলনের সময় গুজব ও উসকানিমূলক তথ্য প্রচারকারীদের বিরুদ্ধে বুধবার আইসিটি আইনে একটি মামলা হয়।

ডিএমপির সাইবার ক্রাইম বিভাগের উপ-পরিদর্শক (এসআই) এসএম শাহজালাল বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

তিনি আরও জানান, মামলার এজাহারে কারো নাম-ঠিকানা উল্লেখ করা হয়নি। অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করা হয়েছে। তবে মামলায় কোটা আন্দোলন নিয়ে গুজব ছড়ানো বিভিন্ন ফেসবুক আইডির নাম ও পোস্ট সংযুক্ত করা হয়েছে।

ডিএমপির সাইবার ক্রাইম ইউনিটের নির্ভরযোগ্য একটি সূত্রে জানা যায়, কোটা সংস্কার আন্দোলনের সময় ঢাবির এক ছাত্রের মৃত্যু হয়েছে এমন তথ্য দিয়ে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার তার ফেসবুকে একটি স্ট্যাটাস দেন।

পরে প্রমাণ হয় এটি একটি গুজব। তার এ স্ট্যাটাসের স্ক্রিনশট মামলার এজাহারের সঙ্গে সংযুক্ত করা হয়েছে। এছাড়া সুফিয়া কামাল হলের এক ছাত্রীর রগ কেটে দেওয়ার গুজবের স্ক্রিনশটও যুক্ত করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৮
এমএসি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।