ঢাকা, মঙ্গলবার, ১৮ ভাদ্র ১৪৩২, ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৯ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

যেকোনো অঘটন এড়াতে আইন-শৃঙ্খলা বাহিনী প্রস্তুত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:২৯, এপ্রিল ১৩, ২০১৮
যেকোনো অঘটন এড়াতে আইন-শৃঙ্খলা বাহিনী প্রস্তুত রমনা বটমূল এলাকার নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ শেষে ব্রিফিং করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। ছবি: শাকিল/বাংলানিউজ

ঢাকা: বর্ষবরণের উৎসবে যেকোনো ধরনের অঘটন এড়াতে আইন শৃঙ্খলা বাহিনী পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

শুক্রবার (১৩ এপ্রিল) বিকেলে রমনা বটমূল এলাকার নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ শেষে তিনি সাংবাদিকদের একথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পহেলা বৈশাখের নিরাপত্তা নিশ্চিত করতে ডগ স্কোয়াড, বোম্ব ডিসপোজাল ইউনিট, সোয়াটসহ পুলিশের সকল সংস্থা নিয়োজিত থাকবে।

পুরো এলাকা সিসিটিভি ক্যামেরার আওতায় নিয়ে আসা হয়েছে।

‘কোনো অঘটন যেন না ঘটে সেজন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। এছাড়া এ ধরনের পরিস্থিতিতে কে কি করবে সেটাও প্রস্তুত রাখা হয়েছে। ’ 

দেশের মানুষের নির্বিঘ্ন বর্ষবরণ উদযাপনের প্রত্যাশার কথা জানিয়ে তিনি বলেন, কিছুক্ষণ আগে মহড়ার মাধ্যমে সব প্রস্তুতি পরখ করে দেখা হয়েছে।

আরও পড়ুন>>
** 
মঞ্চ মহড়ায় প্রস্তুতি শেষ, অপেক্ষা প্রভাতী আয়োজনের

বিকেল ৫টার পর উন্মুক্ত স্থানে সব ধরনের অনুষ্ঠানে নিষেধাজ্ঞার কথা জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী কামাল বলেন, পবিত্র শব-ই-মেরাজেও যাতে কোনো বিঘ্ন না ঘটে সেজন্য ৫টার পর উন্মুক্ত স্থানে বর্ষবরণের অনুষ্ঠান বন্ধ করা হয়েছে। সন্ধ্যার পর যার যার বাসায় নিজের ইচ্ছে মতো বৈশাখ কিংবা শব-ই-মেরাজ পালন করতে পারবেন। এক্ষেত্রে আমাদের কোনো অনুযোগ নেই।
‘মঙ্গল শোভাযাত্রা এখন আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত। সেখানে অনেক বিদেশিও অংশ নিতে পারেন। তাই শুক্রবারের ওই শোভাযাত্রায় নিরাপত্তা নিশ্চিতে যা যা প্রয়োজন তার সবই করা হয়েছে। ’

শুধু ঢাকা নয়, দেশব্যাপী বর্ষবরণকে কেন্দ্র করে আয়োজিত অনুষ্ঠানেও নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে বলে জানান তিনি।

বর্ষবরণ উৎসবে কোনো ঝুঁকি নেই উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নিরাপত্তা নিশ্চিতে আমরা প্রস্তুত রয়েছি। আমরা সতর্ক অবস্থানে রয়েছি যেন কোনো দুর্ঘটনা না ঘটে।

এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী বর্ষবরণ অনুষ্ঠানস্থল রমনা বটমূল এলাকা পরিদর্শন করেন। ডগ স্কোয়াড, বোম্ব ডিসপোজাল ইউনিট ও সোয়াট টিমের বিশেষ মহড়া পর্যবেক্ষণ করেন আসাদুজ্জামান খাঁন কামাল।  

এ সময় পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) জাবেদ পাটোয়ারী, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া, কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান মনিরুল ইসলামসহ পুলিশের ঊর্ধ্বতনরা এ সময় উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭২৩ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৮
পিএম/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।