ঢাকা, মঙ্গলবার, ১৮ ভাদ্র ১৪৩২, ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৯ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

গোলাপবাগে ১১ তলা থেকে পড়ে ৫ বছরের শিশুর মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:০৯, এপ্রিল ১৩, ২০১৮
গোলাপবাগে ১১ তলা থেকে পড়ে ৫ বছরের শিশুর মৃত্যু

ঢাকা: রাজধানীর গোলাপবাগে একটি ভবনের ১১ তলা থেকে পড়ে শিবলী নোমান নামের পাঁচ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৩ এপ্রিল) দুপুর ২টার দিকে ১১ তলা বাসার এসির ফাকা জায়গা ‍দিয়ে পড়ে শিশুটির মৃত্যু হয়।

শিশুর মামা টিপু মিয়া বাংলানিউজকে জানান, রাজধানীল মিরপুর এলাকায় থাকে শিবলীরা।

বৃহস্পতিবার (১২ এপ্রিল) রাতে মা-বাবার সঙ্গে তার গোলপবাগের বাসায় (গোলপবাগ রোজ গার্ডেন) বেরাতে আসে তারা। রাতে মা-বাবা চলে গেলেও শিবলী থেকে যায়।

শুক্রবার দুপুরে রোজ গার্ডেনের ১১ তলার একটি রুমে খেলাতে গিয়ে এসির জন্য বরাদ্দ করা ফাকা জায়গা দিয়ে নিচে পড়ে যায় শিবলী। দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল পুলিশ বক্স (এসআই) বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭০২ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৮
এজেডএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।