ঢাকা, মঙ্গলবার, ১৮ ভাদ্র ১৪৩২, ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৯ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

নওগাঁর সাংবাদিক নাজমুল হুদা আর নেই

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:০১, এপ্রিল ১৩, ২০১৮
নওগাঁর সাংবাদিক নাজমুল হুদা আর নেই

নওগাঁ: ঢাকা-বাংলা চ্যানেলের (ডিবিসি) নওগাঁ জেলা প্রতিনিধি নাজমুল হুদা (৩৫) আর নেই (ইন্নালিল্লাহি...রাজিউন)। তার বয়স হয়েছিল ৩৫ বছর।

শুক্রবার (১৩ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নওগাঁ প্রেসক্লাবের সভাপতি কায়েস উদ্দিন নাজমুলের পরিবারের সদস্যদের বরাত দিয়ে বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকাল সাড়ে ১০টার দিকে চৈত্র সংক্রান্তির খবর সংগ্রহকালে অসুস্থ হয়ে পড়েন নাজমুল। সেখান থেকে তাকে উদ্ধার করে প্রথমে নওগাঁ সদর হাসপাতাল ও পরে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর আড়াইটার দিকে তার মৃত্যু হয়। হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

ব্যক্তিগত জীবনে দুই মেয়ে সন্তানের জনক ছিলেন নাজমুল। তিনি নওগাঁ শহরের খাস এলাকার বাসিন্দা।

বাংলাদেশ সময়: ১৬৫৭ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।