নতুন বছরের প্রথম সূর্যের আলোয় শিল্পী মর্তুজা কবির মোরাদের বাঁশিতে রাগ আহীরভাঁয়রো'র মধ্য দিয়ে শনিবার (১৪ এপ্রিল) পহেলা বৈশাখের সকালে বর্ষবরণ করবে ছায়ানট। তাদের সেই প্রভাতী আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন করতে রমনার বটমূলে হয়ে গেলো শিল্পীদের মঞ্চ মহড়া।
শুক্রবার (১৩ এপ্রিল) বিকেল ৩টায় রমনার বটমূলে প্রভাতী আয়োজনের মঞ্চ মহড়ায় অংশ নেন প্রায় দেড়শতাধিক শিল্পী। বটের সিক্ত ছায়া আর লেকের ধারের শীতল হাওয়ায় এসময় তারা প্রায় ২০টিরও বেশি গান পরিবেশন করেন।
মঞ্চ মহড়ায় দাদরা, ত্রিতাল, ঝাঁপ, আড়ঠেকা, কাহারবা ও তেওড়া'সহ বিভিন্ন তালে শিল্পীরা সম্মেলক গানসহ একক সঙ্গীত নিবেদন করেন। এদের মধ্যে উল্লেখযোগ্য হলো- পূর্ব গগন ভাসে দীপ্ত হইলো সুপ্রভাত, ওই পোহাইলো তিমির রাতি, শুভ্র প্রভাতে তিমির গগনে, প্রথম আলোর চরণধ্বনি, জাগো অরুণ ভৈরব, শ্রভ্র সমুজ্জল হে চির নির্মল, প্রাণের প্রাণ জাগিছে তোমারি প্রাণে, তোমার হাতের রাখীখানি, প্রভাত বীণা তব বাজে, আজি গাও মহাগীত, গঙ্গা সিন্ধু নর্মদা, কাবেরী যমুনা ঐ, আজি নতুন রতনে, জল বলে চল, প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে, মালা হাতে খসে পড়া, তোমার দ্বারে কেন আসি ইত্যাদি।
একক সঙ্গীত পরিবেশন করেন অভয়া দত্ত, সুমা রাণী রায়, খাইরুল আনাম শাকিল, সত্যম কুমার দেবনাথ, সেঁজুতি বড়ুয়া, সুস্মিতা দেবনাথ সূচি, মাহমুদুল হাসান, লাইসা আহমেদ লীসা, সেমন্তী মঞ্জুরি, এটিএম জাহাঙ্গীর প্রমুখ। 'পৃথিবী জোড়া গান' আবৃত্তি করেন শামীমা নাজনীন।
শনিবার (১৪ এপ্রিল) পহেলা বৈশাখের প্রভাতী আয়োজনে এ পরিবেশনাগুলোই নিবেদন করেবন শিল্পীরা। নতুন বছরের সূর্যকেও তারা আমন্ত্রণ জানাবেন তাদের কথা-সুরের আয়োজনে।
বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৮
এইচএমএস/এএ