ঢাকা, মঙ্গলবার, ১৮ ভাদ্র ১৪৩২, ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৯ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

আজমিরীগঞ্জে ১৪টি বসত ঘর পুড়ে ছাই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৩৫, এপ্রিল ১৩, ২০১৮
আজমিরীগঞ্জে ১৪টি বসত ঘর পুড়ে ছাই আজমিরীগঞ্জে ১৪টি বসত ঘর পুড়ে ছাই

হবিগঞ্জ: হবিগঞ্জের আজমিরীগঞ্জে ১৪টি বসত ঘর পুড়ে ছাই হয়ে গেছে।

শুক্রবার (১৩ এপ্রিল) দুপুরে উপজেলার পৌর এলাকার পুকুরপাড় গ্রামের কুরিহাটিতে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, দুপুরে পুকুরপাড় গ্রামের ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি প্রাণ কৃষ্ণ দাসের গ্যাসের সিলিন্ডারের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়।

এক পর্যায়ে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এরপর একে একে ১৪টি বসত ঘরে আগুন লেগে যায়। এসময় স্থানীয় লোকজন পানি দিয়ে এক ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। খবর পেয়ে উপজেলা প্রশাসন, পুলিশ এবং আওয়ামী লীগের নেতারা ঘটনাস্থল পরিদর্শন করে।  

আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল আহমেদ বাংলানিউজকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। আগুনে নগদ অর্থ এবং স্বর্ণালংকারসহ কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে পুলিশকে জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।