শুক্রবার (১৩ এপ্রিল) দুপুরে উপজেলার পৌর এলাকার পুকুরপাড় গ্রামের কুরিহাটিতে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, দুপুরে পুকুরপাড় গ্রামের ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি প্রাণ কৃষ্ণ দাসের গ্যাসের সিলিন্ডারের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়।
আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল আহমেদ বাংলানিউজকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। আগুনে নগদ অর্থ এবং স্বর্ণালংকারসহ কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে পুলিশকে জানানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৮
এনটি