শুক্রবার (১৩ এপ্রিল) দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর সাবেক স্বাস্থ্য উপদেষ্টা ডা. প্রফেসর সৈয়দ মো. মোদাচ্ছের আলী।
নাসিমা বানু স্মৃতি সংসদের আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে এ পরীক্ষা-নিরীক্ষা ও ওষুধ বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য মো. জাফর আলী, কুড়িগ্রাম জেলা প্রশাসক সুলতানা পারভীন, সিভিল সার্জন ডা. এসএম আমিনুল ইসলাম, উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শফিকুল ইসলাম, সহকারী কমিশনার (ভুমি) মর্তুজা আল মুহিত, নাসিমা বানু স্মৃতি সংসদের সভাপতি শাহানা পারভীন, পাঁচপীর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. নুরুল আমিন সরকার প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৫২৪ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৮
এফইএস/আরআইএস/