ঢাকা, মঙ্গলবার, ১৮ ভাদ্র ১৪৩২, ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৯ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

কুড়িগ্রামে বিনামূল্যে চিকিৎসা-ওষুধ বিতরণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:২৫, এপ্রিল ১৩, ২০১৮
কুড়িগ্রামে বিনামূল্যে চিকিৎসা-ওষুধ বিতরণ পাঁচপীর ডিগ্রি কলেজ মাঠে মেডিকেল ক্যাম্পে এক রোগীকে দেখছেন চিকিৎসক/ ছবি: বাংলানিউজ

কুড়িগ্রাম: কুড়িগ্রামের উলিপুর উপজেলার পাঁচপীর ডিগ্রি কলেজ মাঠে সহস্রাধিক রোগীকে বিনামূল্যে পরীক্ষা-নিরীক্ষাসহ ওষুধ বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১৩ এপ্রিল) দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর সাবেক স্বাস্থ্য উপদেষ্টা ডা. প্রফেসর সৈয়দ মো. মোদাচ্ছের আলী।

নাসিমা বানু স্মৃতি সংসদের আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে এ পরীক্ষা-নিরীক্ষা ও ওষুধ বিতরণ করা হয়।

এতে সহযোগিতা করে পাঁচপীর ডিগ্রি কলেজ কর্তৃপক্ষ।

এ সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য মো. জাফর আলী, কুড়িগ্রাম জেলা প্রশাসক সুলতানা পারভীন, সিভিল সার্জন ডা. এসএম আমিনুল ইসলাম, উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শফিকুল ইসলাম, সহকারী কমিশনার (ভুমি) মর্তুজা আল মুহিত, নাসিমা বানু স্মৃতি সংসদের সভাপতি শাহানা পারভীন, পাঁচপীর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. নুরুল আমিন সরকার প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫২৪ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৮
এফইএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।