ঢাকা, মঙ্গলবার, ১৮ ভাদ্র ১৪৩২, ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৯ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

রথীশ হত্যাকাণ্ড: কামরুলের স্বীকারোক্তিমূলক জবানবন্দি 

বেরোবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:২১, এপ্রিল ১৩, ২০১৮
রথীশ হত্যাকাণ্ড: কামরুলের স্বীকারোক্তিমূলক জবানবন্দি 

রংপুর: রংপুরের বিশেষ জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট রথীশ চন্দ্র ভৌমিক ওরফে বাবু সোনা হত্যাকাণ্ডের প্রধান পরিকল্পনাকারী কামরুল ইসলাম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। 

বৃহস্পতিবার (১২ এপ্রিল) মধ্যরাত পর্যন্ত অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আরিফা ইয়াসমিন মুক্তা তার জবানবন্দি রেকর্ড করে  কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
 
আদালত সূত্রে জানা যায়, গত ৫ এপ্রিল আইনজীবী রথীশ চন্দ্র বাবু সোনা হত্যার মূল পরিকল্পনাকারী তার স্ত্রী স্নিগ্ধা ভৌমিক ওরফে দীপার প্রেমিক কামরুল ইসলামের ১০ দিনের  রিমান্ড আবেদন করা হয়।

আদালত তা মঞ্জুর করেন।  

রিমান্ডের ৮ম দিনে কামরুল ইসলাম রাজি হলে বৃহস্পতিবার (১২ এপ্রিল) রাত সাড়ে ১২টার দিকে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তিনি।  

পরে আদালতের নির্দেশে কড়া নিরাপত্তায় তাকে কারাগারে পাঠানো হয়েছে।  

গত ২৯ মার্চ নিখোঁজ হন পাবলিক প্রসিকিউটর রথীশ চন্দ্র ভৌমিক। নিখোঁজ হওয়ার নাটক সাজিয়ে ঘটনার মোড় ঘোরাতে চেয়েছিলেন হত্যাকারীরা।  

এ ঘটনায় নিহতের স্ত্রী দীপা ও তার সহকর্মী কামরুল ইসলামসহ কয়েকজনকে আটক করে পুলিশ। পরে তাদের  স্বীকারোক্তিতে ৩ এপ্রিল (মঙ্গলবার) রাত ২টার দিকে  রংপুর তাজহাট মোল্লাপাড়া এলাকার একটি নির্মাণাধীন ভবন থেকে রথীশের মরদেহ উদ্ধার করা হয়।
 
ওইদিনই পুলিশ জানায়, আসামি কামরুল ইসলামের সঙ্গে দীপার পরকীয়া ছিল। এর জের ধরে বাবু সোনাকে হত্যা করা হয়েছে।  

গত ৫ এপ্রিল বাবু সোনার স্ত্রী দীপা, গাড়িচালক মিলন, দুই কিশোর সবুজ ও রোকনুজ্জামান ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। পরে তাদের কারাগারে পাঠানো হয়।

বাংলাদেশ সময়: ১৫১৬ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৮
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।