শুক্রবার (১৩ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার উত্তর দৌলতদিয়া সোহরাব মণ্ডলের পাড়ার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
আলমগীর উত্তর দৌলতদিয়া সোহরাব মণ্ডলের পাড়ার মো. আবুল কালাম শেখের ছেলে।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক রাজীব মিনা বাংলানিউজকে জানান, আলমগীর একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। গোপন সংবাদের ভিত্তিতে সকালে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে ৪৮০০ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মূল্য ১৪ লাখ ৪০ হাজার টাকা।
এ ব্যাপারে আলমগীরের বিরুদ্ধে গোয়ালন্দঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৮
এনটি