ঢাকা, মঙ্গলবার, ১৮ ভাদ্র ১৪৩২, ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৯ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

মাগুরায় এইচএসসির প্রশ্নপত্র বিক্রয়ের দায়ে আটক ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:০৬, এপ্রিল ১৩, ২০১৮
মাগুরায় এইচএসসির প্রশ্নপত্র বিক্রয়ের দায়ে আটক ১

যশোর: মাগুরার সদর উপজেলায় সামাজিক যোগাযোগ মাধ্যমে চলমান এইচএসসি পরীক্ষার ভূয়া প্রশ্নপত্র বিক্রয়ের দায়ে ইলিয়াস বিশ্বাস (১৬) নামে এক কিশোরকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শুক্রবার (১৩ এপ্রিল) দুপুরে উপজেলার দূর্গাপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। ইলিয়াস ওই গ্রামের খায়রুল বিশ্বাসের ছেলে।

র‌্যাব-৬ (যশোর) ক্যাম্পের কমান্ডার মেজর মো. জিয়াউর রহমান বাংলানিউজকে জানান, গোপন সংবাদ পেয়ে দুপুরে ওই গ্রামে অভিযান চালিয়ে ইলিয়াসকে আটক করা হয়। এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে মাগুরা সদর থানায় মামলার প্রস্তুতি চলছে।

ইলিয়াসের মোবাইলে এইচএসসি পরীক্ষার ভূয়া প্রশ্নপত্র পাওয়া যায়। ওই প্রশ্নটি সে সামাজিক যোগাযোগের মাধ্যমে বিক্রয়ের চেষ্টা করছিল বলে জানান তিনি।  

বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৮
ইউজি/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।