শুক্রবার (১৩ এপ্রিল) দুপুরে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে র্যাব-১২ সিরাজগঞ্জ ক্যাম্পের অফিস সহকারী আনোয়ার হোসেন এ তথ্য জানান। এর আগে বৃহস্পতিবার (১২ এপ্রিল) বিকেলে উপজেলার গোপালপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- উপজেলার মাহমুদপুর গ্রামের শাহ আলমের ছেলে আনোয়ার হোসেন (৩০) ও একই উপজেলার গোপালপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে শাহীন আলম (২৪)।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে চর গোপালপুর গ্রামে অভিযান চালিয়ে ওই দুই যুবককে আটক করা হয়। এ সময় তাদের দেহ তল্লাশি চালিয়ে বিদেশি পিস্তল, ম্যাগাজিন, এক রাউন্ড গুলি ও দু’টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৩৫১ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৮
আরবি/