ঢাকা, মঙ্গলবার, ১৮ ভাদ্র ১৪৩২, ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৯ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

বেলকুচিতে পিস্তল-গুলিসহ আটক ২

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:৫৬, এপ্রিল ১৩, ২০১৮
বেলকুচিতে পিস্তল-গুলিসহ আটক ২ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের বেলকুচিতে বিদেশি পিস্তল, ম্যাগজিন ও এক রাউন্ড গুলিসহ দুই যুবককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।

শুক্রবার (১৩ এপ্রিল) দুপুরে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে র‌্যাব-১২ সিরাজগঞ্জ ক্যাম্পের অফিস সহকারী আনোয়ার হোসেন এ তথ্য জানান। এর আগে বৃহস্পতিবার (১২ এপ্রিল) বিকেলে উপজেলার গোপালপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- উপজেলার মাহমুদপুর গ্রামের শাহ আলমের ছেলে আনোয়ার হোসেন (৩০) ও একই উপজেলার গোপালপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে শাহীন আলম (২৪)।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে চর গোপালপুর গ্রামে অভিযান চালিয়ে ওই দুই যুবককে আটক করা হয়। এ সময় তাদের দেহ তল্লাশি চালিয়ে বিদেশি পিস্তল, ম্যাগাজিন, এক রাউন্ড গুলি ও দু’টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৫১ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।