শুক্রবার (১৩ এপ্রিল) সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ২১ ব্যাটালিয়নের (বিজিবি) সদস্যরা পৃথক ৩টি অভিযান চালায়। আটকদের মধ্যে একজন নাম মশিউর রহমান এবং অন্যজনের নাম জানা যায় নি।
বিজিবি সূত্রে জানা যায়, বেনাপোল সীমান্ত পথে চোরাচালানের চেষ্টা চলছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি অভিযান চালায়। এসময় পুটখালী বালুন্ডা গ্রাম থেকে ১ হাজার ২শ বোতল ফেনসিডিলসহ এক পাচারকারীকে আটক করে। অপর একটি অভিযানে পুটখালী বাজার সংলগ্ন গরুর খাটাল এলাকা থেকে হুন্ডির ৫ লাখ টাকাসহ এক জনকে আটক করে।
এছাড়া দৌলতপুর গ্রামের মাঠের মধ্যে থেকে ১১ লাখ টাকা মূল্যের বিভিন্ন প্রকার ভারতীয় মালামাল জব্দ করা হয়।
২১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল তারিকুল হাকিম বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, নগত টাকা, আটক পণ্য ও মাদক দ্রবের মূল্য ২১ লাখ ২৩ হাজার ৯৮০ টাকা।
এ ব্যাপারে পৃথক মামলার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৮
জিপি