ঢাকা, মঙ্গলবার, ১৮ ভাদ্র ১৪৩২, ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৯ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

বেনাপোলে মাদক-চোরাচালানী পণ্যসহ আটক ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:৫০, এপ্রিল ১৩, ২০১৮
বেনাপোলে মাদক-চোরাচালানী পণ্যসহ আটক ২ বেনাপোলে মাদক-চোরাচালানী পণ্যসহ আটক ২

বেনাপোল (যশোর): যশোরের বেনাপোল সীমান্ত পথে পাচারের সময় বিভিন্ন ধরনের চোরাচালান পণ্য, ফেনসিডিল ও নগত টাকাসহ দুই চোরাকারবারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। 

শুক্রবার (১৩ এপ্রিল) সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ২১ ব্যাটালিয়নের (বিজিবি) সদস্যরা পৃথক ৩টি অভিযান চালায়। আটকদের মধ্যে একজন নাম মশিউর রহমান এবং অন্যজনের নাম জানা যায় নি।

বিজিবি সূত্রে জানা যায়, বেনাপোল সীমান্ত পথে চোরাচালানের চেষ্টা চলছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি অভিযান চালায়। এসময় পুটখালী বালুন্ডা গ্রাম থেকে ১ হাজার ২শ বোতল ফেনসিডিলসহ এক পাচারকারীকে আটক করে। অপর একটি অভিযানে পুটখালী বাজার সংলগ্ন গরুর খাটাল এলাকা থেকে হুন্ডির ৫ লাখ টাকাসহ এক জনকে আটক করে।

এছাড়া দৌলতপুর গ্রামের মাঠের মধ্যে থেকে ১১ লাখ টাকা মূল্যের বিভিন্ন প্রকার ভারতীয় মালামাল জব্দ করা হয়।

২১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল তারিকুল হাকিম বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, নগত টাকা, আটক পণ্য ও মাদক দ্রবের মূল্য ২১ লাখ ২৩ হাজার ৯৮০ টাকা।

এ ব্যাপারে পৃথক মামলার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।