এতে অংশ নিয়ে প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা তার শুভেচ্ছা বক্তব্যে বলেন, ঢাকা সিটি করপোরেশন যখন যৌথ ছিল তখন এখানকার প্রধান নির্বাহী কর্মকর্তা ছিলাম। সেই সুবাদে এবং বাংলাদেশের একজন নাগিরক ও ঢাকার অধিবাসী হিসেবে আজকের এই উদ্যোগকে স্বাগতম জানাই, সাধুবাদ জানাই।
আজকের এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে ঢাকাবাসীকে অনুরোধ করবো, আমরা যেন প্রত্যেকে প্রত্যেকের দায়িত্ব যদি পালন করি, নিজ নিজ আঙ্গিনা ও বাড়ি ঘর পরিচ্ছন্ন রাখি। নিজেদের বিবেকবোধ ও সচেতনতা সৃষ্টি করি। তাহলেই কেবল ঢাকা শহরকে পরিচ্ছন্ন রাখা সম্ভব হবে। ঢাকা শহর পরিচ্ছন্ন রাখার জন্য আপনাদের সম্পৃক্ততা, অংশগ্রহণ আগ্রহ এবং আপনাদের সদিচ্ছাকে আমি সাধুবাদ জানাই। দক্ষিণ সিটি মেয়রকে আন্তরিকভাবে ধন্যবাদ দেই এতো বড় একটি অনুষ্ঠান আয়োজন করার জন্য।
অনুষ্ঠানে শুভেচ্ছা জানাতে এসে জাতীয় সংসদের সদস্য গাজী গোলাম দস্তগীর বলেন, আমি ঢাকার বাইরের একজন এমপি, ঢাকায় বসবাস করি। এই প্রথম ঢাকায় এতো মানুষ নিয়ে পরিচ্ছন্ন অভিযান করা হচ্ছে। আমি এজন্য ঢাকার মেয়রকে স্বাগতম জানাই।
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ বলেন, সাঈদ খোকনের আহ্বানে এই অনুষ্ঠানে যোগ দেয়ায় সবাইকে সালাম ও অভিনন্দন। আমি আশা করি আজকের এই রেকর্ডের ভেতর দিয়ে আগামী দিনে এই সরকারের পথচলাকে আরও মসৃণ করবে।
নায়ক রিয়াজ বলেন, কেমন আছেন আপনারা। মেয়রের আমন্ত্রণে এই রোদের মধ্যে আপনারা দাঁড়িয়ে যে কষ্ট করছেন, আমার কাছে খুব ভালো লাগছে। আমরা একটা বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছি। আমরা সবাই বাংলাদেশকে ভালোবাসি এর প্রমাণ আপনারা দিয়েছেন। আপনাদের অসংখ্য কৃতজ্ঞতা। আমরা আজকে শুধু প্রতীকী পরিচ্ছন্ন অভিযান করছি। আপনারা একটি অসাধারণ কাজ করেছেন। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা।
এসময় মঞ্চ থেকে অডিটর পিনাকি দাস এফসিএ ঘোষণা করেন, ইতোমধ্যেই আমরা বিশ্ব রেকর্ড করেছি। আমাদের সর্বশেষ হিসাব মতে আজকে এখানে উপস্থিত হয়েছেন ১৫ হাজার ৩০৪ জন। যাদের সবার হাতে ঝাড়ু ছিল।
বাংলাদেশ সময়: ১৩০৫ ঘন্টা, এপ্রিল ১৩, ২০১৮
এমএইচ/এসএইচ