বৃহস্পতিবার (১২ এপ্রিল) রাতে উপজেলার সঙ্গীতা বন বিভাগের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। এরশাদ চাঁদপুর জেলার মতলব উপজেলার আমুয়া কান্দির মৃত ফাদেকের ছেলে।
নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (অপারেশন) মোজ্জাফর রহমান বাংলানিউজকে জানান, বৃহস্পতিবার দিবাগত রাতে এরশাদ অস্ত্র নিয়ে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটানোর উদ্দেশে ঘোরাফেরা করছে, এমন খবরের ভিত্তিতে ধাওয়া দিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ।
এসময় তার দেহ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, ম্যাগজিন ও দুই রাউন্ড গুলি পাওয়া যায়। এ ঘটনায় রাতেই সদর থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং সে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি।
বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৮
আরএ