ঢাকা, মঙ্গলবার, ১৮ ভাদ্র ১৪৩২, ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৯ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

যমুনায় নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬:৫৯, এপ্রিল ১৩, ২০১৮
যমুনায় নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

বগুড়া: বগুড়ার ধুনট উপজেলায় যমুনা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়ার ২৪ ঘণ্টা পর সাথী খাতুন (১০) নামে এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১৩ এপ্রিল) সকালে রাজশাহী থেকে আসা ডুবুরি দল যমুনা নদীর বড়ইতলী ঘাট এলাকা থেকে ওই স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করে।

নিহত সাথী উপজেলার কৈয়াগাড়ি-বড়ইতলী গ্রামের শাহিনুর আলমের মেয়ে ও ভান্ডারবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী।

বেলা সাড়ে ১২টার দিকে ধুনট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার সিদ্দীকুর রহমান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে বৃহস্পতিবার (১২ এপ্রিল) দুপুরে সহপাঠীদের সঙ্গে যমুনায় গোসল করতে গিয়ে ওই ঘাটে সাথী নিখোঁজ হয়। খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকর্মীরা উদ্ধার অভিযানে নামেন। কিন্তু মেয়েটিকে তারা উদ্ধারে ব্যর্থ হয়।  

পরে রাজশাহীর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরিদলকে খবর দেওয়া হলে শুক্রবার সকালের দিকে তারা এসে ওই ঘাট এলাকায় অভিযান চালিয়ে নিখোঁজ মেয়েটির মরদেহ উদ্ধার করে। ওই স্কুলছাত্রীর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানা যায়।
 
বাংলাদেশ সময়: ১২৫৯ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৮
এমবিএইচ/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।