শুক্রবার (১৩ এপ্রিল) সকালে এ দুর্ঘটনা ঘটে। কালিতারা জেলা শহরের কুয়াডাঙ্গা এলাকার প্রফুল্ল বিশ্বাসের স্ত্রী।
সদর থানার উপ পরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই নারী সকালে কুয়াডাঙ্গা বাসা থেকে ভ্যানে করে ধান ভাঙাতে গেটপাড়া রাইস মিলে যাচ্ছিলেন। এ সময় বালু বোঝাই একটি ট্রলির ধাক্কায় তিনি ভ্যান খেকে পড়ে যান। এসময় ওই ট্রলিটি তাকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পুলিশ ট্রলিটি আটক করেছে।
বাংলাদেশ সময়: ১২৪৬ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৮
আরএ