ঢাকা, মঙ্গলবার, ১৮ ভাদ্র ১৪৩২, ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৯ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

ভবনে মালামাল তুলতে গিয়ে তার ছিঁড়ে শ্রমিকের মৃত্যু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬:৩৭, এপ্রিল ১৩, ২০১৮
ভবনে মালামাল তুলতে গিয়ে তার ছিঁড়ে শ্রমিকের মৃত্যু

ঢাকা: রাজধানীর ওয়ারীতে মালামাল তুলতে গিয়ে তার ছিঁড়ে সেলিম (৪৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ইউসুফ (৪৫) ও জাহেদ (১৬) নামে আরও দুই শ্রমিক আহত হয়েছেন।

শুক্রবার (১৩ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে দুর্ঘটনাটি ঘটে।  

নির্মাণাধীন ভবনের ফ্লোরম্যান শাহিন জানান, একটি বহুতল নির্মাণাধীন ভবনে মালামাল উপরে উঠানোর সময় তার ছিঁড়ে যায়।

এসময় সহকারী সুপার ভাইজার সেলিম নিচে পড়ে যান। এ ঘটনায় শ্রমিক ইউসুফ ও জাহেদ আহত হন। তিনজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক সেলিমকে মৃত ঘোষণা করেন।

ওয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১২৩৭ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৮
এজেডএস/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।